shihoron album picture in a frame

গোপনে দেখছি তোমায়

আমার আজকের লেখা গোপনে দেখছি তোমায় গানটি নিয়ে।

গানটির কিছু অজানা তথ্যঃ

১. গানটি যখন তৈরি করা হয় সাজিদ তখন HSC পরীক্ষা দিবে দিবে করছে।

২. এটি আমার লেখা জীবনের তৃতীয় গান, এবং সাজিদের সাথে প্রথম কাজ ও ফর্মাল রেকর্ডিং (নিজের গাওয়া)।

৩. গানটির প্রথম শ্লোক (verse) আমি লেখেছিলাম লিভিংরুমের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে। তখন থেকে ৫ ঘন্টা পর ছিল আমার ইউনিভার্সিটির মিডটার্ম। পড়া থেকে কিছুক্ষণ বিরতি নিয়ে মাথা ঠান্ডা করতে কিছু ননসেন্স রাইম আওড়াচ্ছিলাম (গাচ্ছিলাম)। এর মাঝে হঠাৎ মাথায় আসে গানটির প্রথম verse।

৪. গানের দ্বিতীয় verse আমি লিখেছিলাম বাসে বসে।

৫. গানটির তৃতীয় verse আমি লেখেছিলাম ১৫ মিনিটের নোটিশে। প্রথম দুই verse রেকর্ডিংয়ের পর দেখা গেল গানটি বেশী ছোট হয়ে গেছে। ঘটনাও খানিকটা অসম্পূর্ণ। সাজিদের অনুরোধে তাই মাথায় যা আসে তাই লেখে দিয়েছিলাম খাড়ার ওপরে!

৬. এই তৃতীয় verse রেকর্ড করতে গিয়ে আমি আবেগে আপ্লুত হয়ে চারবারের মত কান্নায় ভেঙ্গে পড়ি। সাজিদকে ফেইসবুকে বার্তা পাঠাই – আমার পক্ষে এই গান গাওয়া সম্ভব না। আমি কান্না থামাতে পারছি না। শেষ verse তাই রেকর্ড করতে প্রায় তিনদিন লাগে।

৭. গানটি ঠিক মত রেকর্ড করার জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ৪২ বার গেয়েছিলাম।

৮. গানটি প্রথম পাব্লিকে রিলিজ দেয়ার পর অনেকে বলেছিল – গানটা অর্ণব গেলে বেশী ভাল লাগত।

৯. গানটি শিহরণ এলবামে ডেডলাইন মিউজিক দিতে চায়নি। সাজিদ অনেক বলে-কয়ে তাদের রাজি করায়।

১০. গানটি প্রথম রিলিজ দেবার পর প্রথম নাহিদরেইন্স এর মিউজিক ভিডিও বানায়, এবং পাব্লিসিটি করার জন্য আমাদের সাহায্য করেন। নাহিদ ভাইয়ের এই ঋণ শোধ হবার নয়। যখন কেও ছিলেন না পাশে – তিনি ছিলেন। নাহিদ ভাইয়ের কিছু ভিডিও-র কারণে প্রায়ই আমাকে কথা শুনতে হয়। আমি তাদের কিছু বলি না। আজ বললাম। আমি নাহিদ ভাইয়ের বন্ধু কারণ আমি অকৃতজ্ঞ নই। সব মানুষেরই কিছু ভুল ত্রুটি আছে। নাহিদ ভাইয়েরও আছে। তাঁর রাজনৈতিক মতের সাথে আমার মিল নাও থাকতে পারে। কিন্তু সেজন্য তাঁকে বন্ধু হিসেবে আমার ছেটে ফেলা উচিত হবে না। অন্তত এই গানটি যত দিন বেঁচে থাকবে।

১১. গানটির হারিয়ে যাওয়া দ্বিতীয় মিউজিক ভিডিওটি তৈরি করেন Rongila.com এর এডমিন সানী (Sunny Jay)। কিন্তু গানের মডেলের বিয়ে ঠিক হয়ে যাওয়াতে বেচারা সেটি আর রিলিজ দিতে পারেনি।

১২. আমাকে এবং সাজিদকে মডেল বানিয়ে গানটির প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও তৈরি করে ইয়ামান (Yaman Syed)। মডেল হিসেবে ছিল তাঁর তৎকালীন গার্লফ্রেন্ড এবংবর্তমান স্ত্রী সাবিহা। উল্লেখ্য, ইয়ামান গানটির মিউজিক ভিডিও তৈরি করে ফ্রী-তে। শুধুমাত্র গানটির প্রতি ভালবাসা থেকে। এই ভিডিওতে একটি দৃশ্য-ও আমরা ভিডিও বানাবার জন্য নেইনি! ভিডিও বানাবার জন্য যা রেকর্ডিং করা হয়েছিল, তার কোনটাই ইয়ামানের পছন্দ হয়নি। সে তাই রেকর্ডিংয়ের আগের ভিডিও জোড়াতালি দিয়ে এই অসাধারণ ভিডিওটি বানিয়েছিল!

১৩. গানটিকে অস্ট্রেলিয়া থেকে কিছু ছোটভাই প্রথম কভার করে (যদিও আমাকে এবং সাজিদকে তারা কোন ক্রেডিট দেয়নি)। তবে তা দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে লাফাচ্ছিলাম।

১৪. গানটি শিহরণ এলবামে প্রথম রিলিজ পায় ২০১১ সালের নভেম্বরে।

১৫. এই গানটি থেকে আমার / সাজিদের পকেটে একটি পয়সাও আসেনি।

গানের কথাঃ

দরজাতে দাঁড়িয়ে,

তাকিয়ে কেঁদেছিলে।

মন উদাস, চোখে পানি

তবু তুমি হেসেছিলে।

চলে গেলে, একা আমি

বসে বসে ভাবছি আজ।

হবে কি দেখা আর?

এ জীবনে তোমার… আমার….

আমি দূর থেকে দেখছি তোমায়,

গোপনে…গোপনে…..

যার চোখে তাকিয়ে,

নীরবতায় ভেসেছিলাম,

দিন যেত অগোচরে,

কথা বলে অনুভূতির।

মন নিয়ে চলে গেলে,

একা আমি ভাবছি আজ!

হবে কি দেখা আর?

এ জীবনে তোমার… আমার….

তুমি দূর থেকে দূরে –

যাও যতই …

আমি থাকবো তোমার! (২)

কোন দিন যদি পড়ে মনে,

তাকিয়ে দেখো – এক পলকে,

আমি দূর থেকে দেখছি তোমায়

গোপনে….গোপনে…

গানের কথা ও গায়কঃ ফাহিম আজিজ
সংগীতঃ সাজিদ সরকার
ভিডিওঃ ইয়ামান সায়েদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *